নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ফিরোজ আলম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে কয়েকটি প্রশ্ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহেল তাজের বডি প্রদর্শনের একটি ছবি দিয়ে তিনি প্রশ্নগুলো করেন। তাতে তিনি সোহেল তাজকে ‘জনাব বডি সোহেল’ সম্বোধন করে লিখেন, আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারের সময় আপনার চাচা আফসার উদ্দীন আহমদ ছিলেন গৃহায়ণ প্রতিমন্ত্রী। মোহাম্মদপুররের বস্তি দখল করে সেটা ভাংচুরের জন্য অনুমতি দিয়ে তিনি বিদেশ চলে যান। দেশের সুশীল সমাজ তা নিয়ে বিক্ষোভে ফেটে পরেন। পরে শেখ হাসিনার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ২০ দিন পর দেশে ফিরে তিনি পদত্যাগ করেন।
২০০৯ সালে বিডিআর বিদ্রোহের দুইদিন আগে আপনি দেশত্যাগ করেন। ঘটনার ২৫ দিন পর দেশে ফিরেন আপনি। আপনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফুল মন্ত্রী সাহার খাতুন চিকিৎসার জন্য সকালে সিংগাপুর যান, নেমেই ঘটনার কথা জেনে সিংগাপুর বিমানবন্দর থেকেই দেশে চলে আসেন।
২০০১ সালে প্রথমে আপনাকে মনোনয়ন দেয়া হয়নি। এরপর আপনি এবং আপনার মা জোহরা তাজ বিএনপির সাথে কথা বলেছিলেন মনোনয়নের জন্য। পরদিন যোগ দেয়ারও কথা ছিলো। পরে মনোনয়ন পেয়ে ফিরে আসেন। তাজউদ্দিনের পরিবারের সদস্য হয়ে আপনারা একাজ কিভাবে করেন?
আপনি এবং আপনারা বোনেরা প্রতিনিয়ত বংগবন্ধু পরিবার, শেখ হাসিনাসহ সবাইকে সবসময় বিব্রত করার অপচেষ্টা করেন কেন? বংগবন্ধুকে ছোট করে বইও প্রকাশ করেছেন আপনারা।
শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ এসব বলে আপনি দলত্যাগ করলেন। এরা খারাপ হলে আপনার বোন কিভাবে গিয়ে আপনার শূন্য আসন থেকে দলের মন্ত্রী এমপি হলো? গত নির্বাচনেও বোনের পক্ষ হয়ে ভোটের জন্য মানুষের কাছে কান্নাকাটি করেছেন। আপনার বোনের জামাই, ভাগিনা রাজিব/ রাকিব এবং তাদের ড্রাইভার মোশাররফকে বলা হয় কাপাসিয়ায় মাদকের জনক। এর নেপথ্যে মাদকের যোগান দাতা নাকি আপনি। কতটুকু সত্য।
আপনার আরেক বোন মেহজাবিন মিমি ২০২১ সালে মহাখালীতে একজনের বাড়ি দখল করেছে। সচিবালয়ে তদবির ব্যবসা ছিলো তার মূলব্যবসা। সারাদিন ঢাকা শহরে প্রকাশ্যে তিনি মাদক ব্যবসা করেন। আপনি কোনদিন বাধা দিয়েছেন?
আপনারা কাপাসিয়াতে বন বিভাগের সাড়ে তিনশো বিঘা জমি দখল করে রেখেছেন কেন? আপনার বোন সাবেক এমপি রিমি ও তার জামাই মোস্তাক পাট রপ্তানী জালিয়াতী করে সরকারের প্রায় ২৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই নিয়ে মির্জা আজম অনেক তাগাদাও দিয়েছিলো। টাকাটা ফেরত দেননি কেন?