বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষা দিতে চায় না এইচএসসি শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ড ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন পরীক্ষার্থীদের একাংশ। আজ সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।
এর আগে ১৬ আগস্ট স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
পরীক্ষার্থীরা জানান, অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে আন্তশিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। শিক্ষা বোর্ড থেকে এখনো সুনির্দিষ্ট জবাব পায়নি তাঁরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team