সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। এবার গড় পাসের হার ২৪ শতাংশ।

সোমবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট থেকে এই ফল প্রকাশের তথ্য জানা যায়।

এনটিআরসিএ এর আগে ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। তাতে গড় পাসের হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১২ ও ১৩ জুলাই।

গত ১৫ মার্চ অনুষ্ঠিত ওই প্রিলিমিনারিতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। তাতে স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাস করেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। সে হিসাবে প্রিলিমিনারিতে ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM