রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

মালয়েশিয়ার কথা বলে দালালরা ফেলে গেল ইনানী সৈকতে!

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া যাওয়ার কথা বলে ২৬ রোহিঙ্গাকে বঙ্গোপসাগর ঘুরিয়ে ইনানীতে নামিয়ে দেয় দালাল চক্র। এত ঝুঁকি নিয়েও স্বপ্ন পূরণ হলো না সেই রোহিঙ্গাদের। অবশেষে তারা ধরা পড়লো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হচ্ছিল মালয়েশিয়া।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা।

পাশে কোস্ট গার্ডের স্টেশনে খবর দেয়া হলেও দেখা যায়নি তাদের তাৎক্ষণিক তৎপরতা, এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায় বলে জানা গেছে। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে। যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্ট গার্ড স্টেশনে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪)। তিনি জানান, ‘আমরা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মায়ানমারের নৌবাহিনী জল সীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।’

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM