নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিজিবি সদস্যসহ বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। রোববার রাতে উপজেলার কামঠানা রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সঙ্গে তার বংশীয় ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার স্থানীয় পর্যায়ে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সী চাচা হাফিজার মুন্সীকে পাওনা আড়াই লাখ টাকা রোববার সন্ধ্যায় দেওয়ার কথা থাকে। রোববার সন্ধ্যায় টাকা চাইতে গেলে জলিল মুন্সী উক্ত টাকা না দিয়ে উল্টো হাফিজার মুন্সীর লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে জলিলের ছেলে নয়ন মুন্সী এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ করেন হাফিজার মুন্সী ও স্থানীয়রা।
আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এতে হাফিজার মুন্সীর সঙ্গে থাকা পক্ষীয় চর-করফা গ্রামের মিজান শিকদারের ছেলে সাতক্ষীরায় কর্মরত বিজিবি সদস্য সোহাগ সিকদার, লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন সিকদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিচুর সিকদার লিয়ন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজিবি সদস্য সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয় এবং অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ওই এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। তবে আহতরা প্রকৃতপক্ষে গুলিবিদ্ধ হয়েছে কিনা তা চিকিৎসকের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।