নিজস্ব প্রতিবেদক: সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা থেকে নির্বাচিত হয়েই উপমন্ত্রী হয়েছিলেন। নানা বিতর্কিত কর্মকান্ডের কারনে পরের দুই নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হয়নি। উপমন্ত্রী আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।