বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে প্রমোদ তরী ডুবে নিহত ১, নিখোঁজ ৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইতালির সিসিলি উপকূলে ব্রিটিশ ধনকুব মাইক লিঞ্চ এর বিলাসবহুল প্রমোদ তরী ডুবে সে ও তার মেয়েসহ ৬ জন নিখোঁজ। ইতালীয় কোস্টগার্ড ও অগ্নিনির্বাপণকর্মীরা একটি মরদেহসহ উদ্ধার করেছে ১৭ জনকে। প্রমোদ তরীতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন। এর মধ্যে যাত্রীর সংখ্যা ১২।

স্থানীয় সময় সোমবার (১৯ আগস্ট) ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হান্নাসহ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান। উদ্ধার হওয়া মরদেহটি তরীর পাচক রিকার্ডো থমাসের। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।

বেঁচে ফেরা যাত্রীদের মধ্যে একজন ব্রিটিশ নারী শার্লট গোলুনস্ক জানান, তরী ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তার এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন। তবে ঢেউয়ের সঙ্গে আবার তিনি তাকে ফিরে পান। এরপর তিনি মেয়েকে পানির ওপর তুলে ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা তাদের খুঁজে পান। এ ঘটনায় শার্লটের স্বামীও বেঁচে ফিরেছেন। শার্লটের ভাষায়, ঢেউয়ের দাপটে তাকে চোখ বন্ধ রাখতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির ২৩৬ ফুট উচ্চতার অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে অর্ধেক হয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার একপর্যায়ে তরীটি ডুবে যায়।

ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি বেইসিয়ান নামের এ তরীর দৈর্ঘ্য ১৮৪ ফুট।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team