শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা গিন্দোয়ান

স্পোর্টস ডেস্ক: চলতি গ্রীষ্মের দলবদলে কিছুদিন ধরেই ইলকাই গিন্দোয়ানের বার্সেলোনা ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিলো। এর মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির এই মিডফিল্ডার।

সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী গিন্দোয়ান।

তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। দেশের হয়ে খেলা ৮২ আন্তর্জাতিক ম্যাচের দিকে আমি খুব গর্বের সঙ্গে ফিরে তাকাই-এটি এমন এক সংখ্যা, যা ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় আমি স্বপ্নেও ভাবিনি।’

জার্মানির হয়ে এক যুগের বেশি সময়ের পথচলায় ১৯টি গোল করেছেন গিন্দোয়ান। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team