শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

শিগগিরই ভোটার তালিকা হাল নাগাদ শুরু হবে: নিবন্ধন অনুবিভাগের ডিজি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুব আলম তালুকদার বলেছেন, স্মার্ট কার্ডের ব্যবহার স্মার্টভাবে করতে হবে। তাহলেই এর সুফল পাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্র সেবাদানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভোগান্তি ও দুর্নীতি হয়। আমরা সেগুলোর মূলোৎপাটনের জন্য কাজ করছি। নির্বাচন কমিশনার সবসময় বিনা পয়সায় জনসাধারণের দ্বারপ্রান্তে গিয়ে সেবা দিয়ে আসছে। শিগগিরই হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনির-উজ জামান মনির, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজীদ শরীফ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM