মঙ্গলবার | ২০ মে, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

গেজেট প্রকাশে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববারের মধ্যে সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ করার প্রজ্ঞাপন জারি না করলে সোমবার (২১ অক্টোবর) বেলা এগারোটায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের নেতারা।

আন্দোলনকারীদের পক্ষে সমন্বয়ক রুমান কবীর সাংবাদিকদের বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ বছর আর মেয়েদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে সরকার-গঠিত পর্যালোচনা কমিটি। সেই সুপারিশ তিন কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করার আল্টিমেটাম দেয় ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতেই এই কঠোর কর্মসূচির ডাক দিলেন তারা।’

আন্দোলনকারীরা বলেন, ‘চাকরিতে বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে সরকার। আমরা করিনি। তাহলে কেনো আবারও পর্যালোচনা করা হচ্ছে। কেন এটি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমরা আর মাঠে নামতে চাই না। আমরা চাই দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হোক। প্রস্তাবনা দ্রুত প্রজ্ঞাপন হয়ে আসবে এটাই আমাদের দাবি। কালক্ষেপণ না করে দ্রুত প্রজ্ঞাপন আকারে আমাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানাচ্ছি।’

চাকরিতে বয়সসীমা বাড়ানোর আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে দাবি করে সরকারের উদ্দেশ্যে আন্দোলনকারীরা বলেন, ‘আপনারা এ দাবি বাস্তবায়নে যত দীর্ঘ সময় ব্যয় করবেন ততই স্বৈরাচারী দোসররা তার সুযোগ নেবে। আমাদের আন্দোলনকে অন্য দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এই অপচেষ্টা চালাচ্ছে তাদের আইনি প্রক্রিয়ায় প্রতিহত করবো।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM