শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলভারেজের অভিষেকে পয়েন্ট হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ ১ হাজার ২২৩ কোটি টাকায় ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। সোমবার দিবাগত রাতে অ্যাথলেটিকোর জার্সিতে লা লিগায় তার অভিষেক হয়। তবে অভিষেকটা রাঙাতে পারলেন না বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। তার অভিষেক ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই গোল খেয়ে বসে অ্যাথলেটিকো। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের আরনাউত দানজুমা গোল করে এগিয়ে নেন দলকে। যদিও ২০ মিনিটেই সমতা ফেরায় অ্যাথলেটিকো। মার্কোস লরেন্তে গোলের দেখা পান। ম্যাচের ৩৭ মিনিটে অ্যাথলেটিকোর কোকে আত্মঘাতী গোল করলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আলেক্সান্ডার সরলোথ গোল করে সমতা ফেরান। তাতে প্রথমার্ধের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়।

বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। তাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team