আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির যারা হোতা তারা তামাশা করেছে অতীতে। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে আনিসুল হক বলেন, ‘উনি প্যাঁচ লাগানো মহাসচিব। উনার অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা।’
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।