বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

৩ দফা নিয়ে নীলক্ষেতে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করার উদ্দেশ্যে নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই অধিভুক্ত সরকারি সাত কলেজ থেকে শিক্ষার্থীরা দলবেঁধে এসে জড়ো হচ্ছেন এ এলাকায়।

আন্দোলনে উপস্থিত সাত কলেজ সংস্কার আন্দোলনের প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ নীলক্ষেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবো।
৩ দফা নিয়ে নীলক্ষেতে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।
২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।
৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM