শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নাইমুল ইসলাম খান, মোজাম্মেল বাবুসহ ২৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: শাপলা চত্তরের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা করেছে হেফাজত ইসলাম। মামলায় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান, ৭১টিভির মোজাম্মেল বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, সুভাষ সিংহ রায়সহ কয়েকজন সাংবাদিককেও আসামী করা হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে বা আংশিক নেতাকমীদের নির্মূল করার উদ্দেশ্যে ১-২৪ নম্বর আসামীগণের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামীগণ কর্তৃক শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করে লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশেদ খান মেনন, সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সদস্য মুনতাসীর মামুন ও তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তর টিভির এমডি মোজাম্মেল হক বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, এবি নিউজের সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান, বিজিবির সাবেক ডিজি ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক ডিজি এম মনজুর আহমেদ প্রমুখ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team