মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

ছাত্রলীগ নিষিদ্ধ খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) অন্তর্বর্তী সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই শিক্ষার্থীদের মাঝে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। পরে মাঝরাতে শিক্ষার্থীদের একটি আনন্দ মিছিল বঙ্গবন্ধু হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; শেখ হাসিনা ভারতে, ছাত্রলীগ গর্তে; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাসলীগ গেলি কই; শেখ হাসিনার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গী; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে বঙ্গবন্ধু হলে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, কিছুক্ষণ আগেই ছাত্রলীগ নিষিদ্ধের খবরে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে। সবাই দীর্ঘদিন ধরে নানান ধরনের নির্যাতনে স্বীকার ছিলো, আজ তারা সেই নির্যাতন থেকে মুক্তি পেয়ে উল্লাস প্রকাশ করছে। আমিও সবার সাথে আনন্দ প্রকাশ করছি।

শিক্ষার্থী আনোয়ার ইসলাম বলেন, আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আমরা খুব খুশি। তাই আমরা র‍্যালি করলাম ও মিষ্টি খেলাম। ছাত্রলীগের দ্বারা আমরা নানানভাবে নির্যাতনের স্বীকার হয়েছি। যেকোন দিবসের প্রোগ্রামে আমাদের রিডিংরুম থেকে পর্যন্ত নিয়ে যাওয়া হতো। হলের সিট দখল থেকে শুরু করে সকল অপকর্ম থেকে আমরা মুক্তি পেলাম। আজকে আমরা খুবই আনন্দিত।

এর আগে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM