মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

শেখ হাসিনা কোথায় আছেন, জানাল ভারতীয় গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে জানা যায়, আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। দিল্লিতে অবস্থান করছেন বলে খবর থাকলেও, সম্প্রতি তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে দ্য প্রিন্ট নিশ্চিত করেছে, শেখ হাসিনা দিল্লিতেই আছেন।
প্রতিবেদন অনুসারে, শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে গত দুই মাস ধরে বসবাস করছেন। ভারতের সরকার তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।
লুটিয়েন্স বাংলো এলাকায় শেখ হাসিনার থাকার জায়গাটি মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো। তবে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে বাড়িটির সঠিক ঠিকানা প্রকাশ করা হয়নি।
সূত্রটি দ্য প্রিন্টকে জানিয়েছে, শেখ হাসিনার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এই নিরাপত্তা পাচ্ছেন।
শেখ হাসিনা দুই মাসের বেশি সময় ধরে ওই এলাকায় আছেন এবং তার থাকার সব ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদনটি জানায়, তিনি মাঝে মাঝে পাশের লোধি গার্ডেনে হাঁটতে যান, যা যথাযথ প্রটোকল অনুসারে ঘটে।
৫ আগস্ট বাংলাদেশ থেকে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে আসার দুই দিনের মধ্যে শেখ হাসিনাকে নিরাপদে অন্যত্র সরানো হয়েছিল, কারণ সেখানে থাকার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এরপর তাকে লুটিয়েন্স দিল্লির নিরাপদ এলাকায় স্থাপন করা হয়।
এই কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়িও রয়েছে।সূত্রটি বলেন, “বাইরে যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তায় নিয়োজিতদের জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।”

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM