মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

শাবিতে প্রথম ধাপে ভর্তি সম্পন্ন, ডোপ টেস্টে আটকালেন ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ১৩১ আসন ফাঁকা রেখে গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক আরেফিন খান জানান, প্রথম ধাপে চূড়ান্ত ভর্তির জন্য ২৩ ও ২৪ অক্টোবর এক হাজার ৬০১ জনকে ডাকা হয়েছিল। এর মধ্যে গত দুদিনে তিনটি ইউনিট মিলে এক হাজার ৫৪০ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে।

প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি পর্বে প্রথম দিন বুধবার বিজ্ঞান ইউনিটে (এ) এক হাজার ১৬৭ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তার মধ্যে ছেলে ৭৮৩ ও মেয়ে ৩৮৪ জন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার মানবিক ইউনিটে (বি) ২৯০ এবং বাণিজ্য ইউনিটে (সি) ৮৩ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ছেলে ৯৯১ জন ও মেয়ে শিক্ষার্থী ৫৪৯ জন ভর্তি হন।

ভর্তি কমিটির সদস্যসচিব বলেন, “অবশিষ্ট আসন পূরণ করার জন্য, যেসব শিক্ষার্থী এ ধাপে আসেনি, তাদের সবাইকে ডাকা হবে। একইসঙ্গে এদের পরে মেধাতালিকায় অপেক্ষাকৃত এগিয়ে থাকা শিক্ষার্থীদের ডাকা হবে।

“এখনো আমাদের অনেকগুলো কোটায় বরাদ্দকৃত আসন খালি রয়েছে। তাদেরকেসহ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার পর পরবর্তী ভর্তি প্রক্রিয়া চলবে।”

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছয়টি স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরমধ্যে শিক্ষার্থীর রক্তপরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন প্রদান, ভর্তি ফি গ্রহণ, চূড়ান্ত রেজিস্ট্রেশন যাচাই, হল সংযুক্তি প্রদান ও হলের আসন বণ্টনের আবেদন নেওয়া হচ্ছে।

এদিকে পঞ্চমবারের মত ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি নিচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়। ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি হতে আসা শিক্ষার্থী মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্ট কমিটির সভাপতি অধ্যাপক জহির বিন আলম বলেন, “আমরা প্রত্যেকটি নবীন শিক্ষার্থীকে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি নিয়েছি। গত দুইদিনের ডোপ টেস্টে তিনজন শিক্ষার্থীর রিপোর্ট পজিটিভ এসেছে। তার মধ্যে একজন মেয়ে ও দুইজন ছেলে।

“মেয়েটির দীর্ঘদিন চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনের মেডিসিন খাওয়াতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা তার চিকিৎসকের সঙ্গে কথা বলে এর সত্যতা পেয়েছি। অন্যদিকে ছেলে দুটিকে কাউন্সিলিং টিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তারা এ দুই শিক্ষার্থীকে কাউন্সিলিং করবে।”

অধ্যাপক জহির বলেন, “আমাদের পাঁচজন প্যাথোলজিস্ট আছেন। তারা ডোপ টেস্টের জন্য শিক্ষার্থীদের প্রস্রাব ও রক্ত সংগ্রহ করে। এ টেস্টের চারটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বেনজুডাইয়াজিপাইন অন্তর্ভুক্ত স্লিপিং পিল, গাঁজা, ইয়াবা ও আফিম এসব ড্রাগের সঙ্গে যুক্ত আছে কিনা তা জানা হয়। স্লিপিং পিলের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী গ্রহণ করা হলে, তা গ্রাহ্য করা হচ্ছে। তবে তা মাত্রাতিরিক্ত হলে শিক্ষার্থীর তথ্যগুলো আমরা কাউন্সিল টিমে পাঠাই দেই।”

রংপুর থেকে ভর্তি আসা আপন হাসান আয়াত বলেন, “পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। যদিও ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রত্যাশা ছিল। তবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে আমি খুশি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালই লাগছে। সাজানো গোছানো ক্যাম্পাস।”

সিরাজগঞ্জ থেকে আগত শিক্ষার্থী রিফাত রহমান রুদ্র বলেন, “জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্টাল বিভাগে ভর্তি হয়েছি। জীবনে সর্বপ্রথম ডোপ টেস্টের অভিজ্ঞতা হল। এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। স্কুলে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতাম। আজ সে স্বপ্ন পূরণ হল।”

এদিকে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন ‘সঞ্চালন’ এর সদস্যরা সেবা দিচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিশ্ববিদ্যালয় প্লাটুনের সদস্যরা ভর্তি-ইচ্ছুকদের সার্বিক সহযোগিতায় করতে দেখা যায়।

চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার প্রথম দিন বুধবার বিকালে উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন কেন্দ্রীয় মিলনায়তনে ভর্তিকেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “গত দুইদিনের ভর্তি প্রক্রিয়া শৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটেনি। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মৌখিক অভিযোগ আসছে। সেগুলোর লিখিত অভিযোগ পেলে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে।”

এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩ নভেম্বর। তবে ওরিয়েন্টেশন তারিখ এখনো নির্ধারণ হয়নি।

প্রশাসন বলছে, ১ বা ২ নভেম্বর ওরিয়েন্টেশন হওয়ার সম্ভাবনা আছে। অতিথির শিডিউল না পাওয়ায় এখনো সময় নির্ধারণ করতে পারেনি প্রশাসন।

অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের যে কোনো একজন উপদেষ্টাকে অতিথি হিসেবে রাখার চেষ্টা করছে বলে জানায় কর্তৃপক্ষ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM