শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে খোলা জায়গায় আঘাত হানার আগেই অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে ৭০টি রকেট ছোড়া হয়।

ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, আপার গ্যালিলি, ওয়েস্টার্ন গ্যালিলি ও গোলান হাইটসে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু খোলা জায়গায় আগুন ধরে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা করে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে প্রায় এই দুই পক্ষের মধ্যেই হামলার ঘটনা ঘটছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৪০ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ৮৫৭ জন।

এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ শিকাগোর রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। সেখানে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM