রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

অনলাইন ডেটিং অ্যাপে যা করা উচিত নয়

নিজস্ব প্রতিবেদক: অনলাইন ডেটিং লাজুক ব্যক্তিদের জন্য হতে পারে উপযুক্ত প্ল্যাটফর্ম। অনেক ডেটিং অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে, যা পছন্দের মানুষ খুঁজে পেতে সাহায্য করে। তবে অনলাইন ডেটিং সবার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা নাও হতে পারে।

অনলাইন ডেটিং করার পরিকল্পনায় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। ডেটিং সাইট বা অ্যাপে প্রথমবার কথোপকথন শুরু করতে কিছুটা অসুবিধা হতে পারে। এসব অ্যাপে যুক্ত হওয়ার জন্য অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু পছন্দের মানুষ খুঁজে পেলে লোকের কথা চিন্তা না করাই ভালো।

মনে রাখতে হবে, ভার্চুয়ালি কারোর সঙ্গে কথা বললেই দেখা করতে হবে, বিষয়টা এমন নয়। প্রথমবার অনলাইন ডেটিং করলে অনেকের উত্তেজনা চরমে থাকে। একাধিক আইডিতে বার্তা পাঠানোর ইচ্ছে হয় এবং উত্তরের জন্য অপেক্ষা করে, কিন্তু এ বিষয়ে খুব তাড়াহুড়ো করা উচিত নয়।

একবারে এক বা দুজনের বেশি মানুষের সঙ্গে যোগাযোগ না করাই ভালো। এছাড়াও, ডেটিং অ্যাপ ব্যবহার অভ্যাসে পরিণত করা একদমই উচিত নয়। ডেটিং অ্যাপের মাধ্যমে শুরু হওয়া বন্ধুত্বে বিশ্বাসঘাতকতার অনেক ঘটনা ঘটেছে। সুতরাং, অনলাইনে কারো সঙ্গে পরিচয় হলে সতর্ক থাকা জরুরি। নিজের ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট এবং মূল্যবান তথ্য কোনো অপরিচিত ব্যক্তিকে কখনই বলা উচিত নয়।

অনলাইনে কারো সঙ্গে পরিচয় হলে খুব বেশি আনন্দ প্রকাশ করা এড়িয়ে চলা উচিত। ডেটের জন্য প্রত্যাখ্যান হওয়া বা করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই কেউ প্রত্যাখ্যান করলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারো প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে নেয়া উচিত নয়। বরং নতুন কারোর সঙ্গে পরিচয় করার চেষ্টা করা উচিত।

অনলাইন ডেটিং প্ল্যাটফর্মগুলো তখনই ভালোভাবে সাপোর্ট দেয়, যখন ব্যবহারকারীদের উদ্দেশ্য পরিষ্কার হয়। শুধু মজা করার জন্য চ্যাট করলে অপরপাশের মানুষকে সেটি স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কারণ খোলা যোগাযোগ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM