রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

ভোলায় ইলিশ রক্ষায় অভিযানের সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: মা ইলিশ রক্ষায় ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান চলার সময়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে জেলেরা। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলালের কাঁধে বইঠার আঘাত লাগে ও একজন পুলিশ কনস্টেবলের আঙুল ফেটে যায়। এ সময় দুটি নৌকা জব্দের পাশাপাশি এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বোরহানউদ্দিনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার হচ্ছে। দুটি নৌকায় ২০-২৫ জন ব্যক্তিকে ইলিশ ধরতে দেখা যায়। এদের ধরতে ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় আমাদের ওপর আক্রমণ করে তারা। নৌকা থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় হেলাল নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজন গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারী জেলেরা নদীতে থাকা একটি চরে দৌড়ে পালিয়ে যান।

মো. মেহেদী হাসান আরও বলেন, এ সময় দুর্বৃত্তদের তাড়া করে দুটি নৌকা জব্দ ও বিপুল পরিমাণে জাল জব্দ করার পাশাপাশি একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশির ভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য রোববার রাতেই উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা মো. শাকিল নামে একজনসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন। শাকিলকে সোমবার সকালে ভোলা কোর্টে পাঠানো হয়েছে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM