মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

গভীর রাতে ৯৯৯ নম্বরে নির্যাতিতা নারীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল থানাধীন দরিয়ারামপুর থেকে রোববার (২৭ অক্টোবর) দিনগত রাত একটায় একজন গৃহবধূ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করেন। তিনি জানান, তাকে তার স্বামী মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে, এত রাতে তার অন্য কোথাও যাওয়ার উপায় নাই, আধা ঘণ্টারও বেশি সময় ধরে তিনি ঘরের বাইরে আছেন।

এ অবস্থায় তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে তিনি অনুরোধ জানান। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ত্রিশাল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পাড়া-প্রতিবেশীর উপস্থিতিতে সালিশ-মীমাংসা করে গৃহবধুকে ঘরে তুলে দেয় এবং আইনী প্রতিকারের জন্য থানায় এসে লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেয়া হয়।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, ঢাকার রূপনগর থানাধীন ইষ্টার্ণ হাউজিংয়ের কে ব্লকের রাস্তায় ১২/১৩ বছর বয়সী একটি ছেলে পেয়েছেন। ছেলেটি কান্নাকাটি করছিল আর তার মায়ের কাছে যেতে চাইছিল, কিন্তু স্পষ্ট করে ঠিকানা বলতে পারছিল না। এ অবস্থায় ওই ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশী সহায়তা চান।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপনগর থানার একটি দল শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা যায় শিশুটির বাড়ী নোয়াখালীর বেগমগঞ্জে, সে সোনাইমুড়ির একটি মাদ্রাসায় লেখাপড়া করতো, হুজুরদের মারধরের কারণে পালিয়ে একব্যক্তির সহায়তায় সে ঢাকায় চলে আসে। ব্যক্তিটি তাকে মিরপুর এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়। থানা থেকে খোঁজ-খবর নিয়ে শিশুটির অভিভাবককে খবর দেওয়ার পর টঙ্গীতে বসবাসকারী তাদের এক আত্মীয় এসে শিশুটিকে নিয়ে যায়।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM