আর্ন্তজাতিক ডেস্ক: দেশের ভেতরে ইউক্রেনের সামরিক বাহিনী ঢুকে পড়ার তিন সপ্তাহের মধ্যে দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রে হঠাৎ সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৩ বছর পর সেখানে গেলেন তিনি। পুতিন সেখানে তার ঘনিষ্ঠ মিত্র মুসলিম নেতা রমজান কাদিরভকে সঙ্গে নিয়ে চেচেন সেনা ও স্বেচ্ছাসেবকদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সক্ষমতা পরিদর্শন করেন। খবর রয়টার্সের।
পুতিনের চেচনিয়া সফরের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সেখানে যান তিনি। এমন এক সময়ে পুতিন সেখানে গেলেন যখন কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করতে লড়াই করছে রুশ বাহিনী।
ভ্লাদিমির পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত রমজান কাদিরভ। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রমজান কাদিরভের চেচেন বাহিনী রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়ছে।
চেচনিয়ায় সেনা সদস্যদের উদ্দেশে পুতিন বলেন, যতদিন আমাদের কাছে তোমাদের মতো যোদ্ধা থাকবে, আমরা অজেয়। এখানে শুটিং রেঞ্জে গুলি করা এক জিনিস এবং তোমাদের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলা অন্য জিনিস। তবে তোমাদের জন্মভূমিকে রক্ষা করার জন্য ভেতরের তাগিদ এবং এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস রয়েছে।
২০০৭ সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক রমজান কাদিরভ। ওই বছর তাকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তখন থেকেই চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এর আগে এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর রমজান কাদিরভ বলেছিলেন, শুধু মারিওপোলে নয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্য শহরেও হামলা চালানো হবে।
আইএফ