মঙ্গলবার | ২০ মে, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

চট্টগ্রাম ওয়াসা: শর্ত না মেনে আত্মীয়দের পদোন্নতি দিলেন এমডি

নিজস্ব প্রতিবেদক: যোগ্যতা না থাকা সত্ত্বেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিজের দুই আত্মীয়কে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে। এনিয়ে ওয়াসা সচিবের আপত্তি জানালেও একক ক্ষমতায় তাদের এ দায়িত্ব দেওয়ার ব্যাপারে সুপারিশ করেন এমডি।
যা ওয়াসার প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ওয়াসার প্রবিধানমালা-২০২১ অনুযায়ী, রাজস্ব কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে অফিস তত্ত্বাবধায়ক, রাজস্ব তত্ত্বাবধায়ক বা হিসাবরক্ষক পদে ন্যূনতম সাত বছর চাকরি এবং সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ন্যুনতম দশ বছর চাকরি হতে হবে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখার ২০২৩ সালের ১৮ এপ্রিলের স্মারক অনুযায়ী, চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে পদোন্নতির জন্য প্রণীত জ্যেষ্ঠতা সংক্রান্ত গ্রেডেশন তালিকা যথাযথভাবে অনুসরণ করা এবং এই ক্ষেত্রে চাকরি সন্তোষজনক থাকলে জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান করা যাবে না।
কিন্তু ওয়াসা সুত্র জানায়, চলতি দায়িত্বপ্রাপ্ত মো. সালাহউদ্দিন ও আয়েশা হোসেন চাকরির বয়স ৬ বছরেরও কম। এছাড়া চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানার কথা থাকলেও পদোন্নতির তালিকায় থাকা ১২ জনের মধ্যে ১১ ও ১২ তম ব্যক্তিদের (আয়েশা, সালাহউদ্দিন) সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, চলতি দায়িত্ব প্রাপ্ত আয়েশা হোসেন ও মো. সালাহউদ্দিন বর্তমানে আছেন রাজস্ব তত্ত্বাবধায়ক পদে। তারা দুইজনই সম্পর্কে এমডির আত্মীয় হন। গত ২৫ আগস্ট ওয়াসা সচিব শাহিদা ফাতেমা চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে রাজস্ব তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন এবং আয়েশা হোসেনকে চলতি দায়িত্ব হিসেবে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দিয়ে সুপারিশ করা হয়। যদিও এর আগে ২১ আগস্ট তিনিই (ওয়াসা সচিব) এক চিঠিতে তাদের চলতি দায়িত্ব দেওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তবে সচিবের দ্বিমত থাকার পরও ওই দুইজনকে দায়িত্ব দিতে এমডি লিখিতভাবে সুপারিশ করেন চিঠিতে।
এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তার মনে নেই বলে এড়িয়ে যান।
এর আগে ৪ মার্চ ওয়াসার উপ সচিব নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ওই দুই কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল।
শুধু আয়েশা বা সালাহউদ্দিন নন, নিয়ম না মেনে সহকারী মিটার পরিদর্শক পদে থাকা এমডির আরও দুই আত্মীয় রাবেয়া বেগম ও নুর নাহার বেগমকে মিটার পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চাকরির শর্ত পূরণ না হওয়ার পরও দুইজনকে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, আমি এ পদে নতুন এসেছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। যেহেতু ওয়াসা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে কোনো কারণ থাকতে পারে।
একই বিষয়ে সচিব শাহিদা ফাতেমা চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভি করেননি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM