মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ৪০ ভরি সোনা লুট

নিজস্ব প্রতিবেদক: বন্দরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে ৪০ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। পরে ব্রিজের নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্বর্ণ ব্যবসায়ীর নাম চন্দন রায় (৫৩)। তিনি চট্টগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে বলে জানা গেছে।

ব্যবসায়ী চন্দন রায় জানান, তিনি ঢাকার তাঁতীবাজার থেকে ৪০ ভরি স্বর্ণালংকার কিনে চট্টগ্রাম যেতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ থেকে একটি বাসে ওঠেন। কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাস থেকে নামিয়ে একটি নোহা গাড়িতে তোলা হয়। এরপর ৪টি গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান, ঘটনাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হবে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM