নিজস্ব প্রতিবেদক: আদালত থেকে বাসায় ফেরার পথে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর অস্ত্র প্রদর্শনের অপরাধে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি ওই মামলার এজাহার নামীয় আসামি নন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জজ আদালতের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানায় নেয়া হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠুর দায়েরকৃত মামলায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এমএফ