স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে আজ টস জিতে বাংলাদেশ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর ম্যাচ শুরু হয়।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮.২ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬ ব্যাট করছে দলটি। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার আব্দুল্লাহ শফিক (২), শান মাসুদ (৬) ও বাবর আজম (০)।
এই ম্যাচের একাদশে কোনো চমক রাখেনি বাংলাদেশ। একাদশে রয়েছেন তিন পেসার। অন্যদিকে পাকিস্তান যে পুরো পেসনির্ভর দল নিয়ে নামবে সেটি আগেই জানা গিয়েছিল। দু’দিন আগে একাদশ ঘোষণা করেছিল স্বাগতিক শান মাসুদের দল।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, বাবর আজম, আঘা সালমান, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলি ও খুররম শাহজাদ।
এনএইচ