শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

ভিসি নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয় চালু করা হবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না। আগে ভিসি নিয়োগ দিয়ে তারপর বিশ্ববিদ্যালয় চালু করা হবে।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই। ৪২টিতে উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না।

শেখ হাসিনার সরকার পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রোভিসি, ট্রেজারার পদত্যাগ করেন। এক মাস পর গত ১৮ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলেনি।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM