স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে আজ টস জিতে বাংলাদেশ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর ম্যাচ শুরু হয়। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। মাত্র ৮.২ ওভারে ১৬ রান করেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় শান মাসুদের দল। তবে এরপর দুই ব্যাটার সাউদ শাকিল ও সাইম আইয়ুব মিলে চমৎকার জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯৭ রানে ব্যাট করছে পাকিস্তান। ক্রিজে সাইম ৫১ রানে এবং শাকিল ৩৫ রানে ব্যাট করছেন।
এর আগে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরে গেছেন ওপেনার আব্দুল্লাহ শফিক (২), শান মাসুদ (৬) ও বাবর আজম (০)।
এনএইচ