শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোপনে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন নিপুন

বিনোদন ডেস্ক: ২০১৩ সালে অভিনিত হয়েছিলো বেগম খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’। দীর্ঘ ১১ বছর পর সেটি আলোর মুখ দেখতে চলেছে। সিনেমাটি নির্মাতা ছিলেন কিংবদন্তি পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। একপ্রকার গোপনেই তিনি শেষ করেছিলেন ছবিটির কাজ। যদিও এই নির্মাতা এখন আর নেই। ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে। পিতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে সিনেমাটি শিগগিরই মুক্তি দিতে চান তার ছেলে সরফরাজ আনোয়ার উপল।

সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা নিপুন আক্তার। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে এই চলচ্চিত্রের বিষয়টি গোপন রাখা হয়।

গণমাধ্যমে নির্মাতার ছেলে উপল জানান, তারা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছেন মাজহারুলের সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। এটি তার নির্মিত শেষ চলচ্চিত্র। দর্শক দেখলে পরিচালকের আত্মা শান্তি পাবে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা। সিনেমায় জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হেলাল খান। তবে ছবিটি সেন্সরে জমা হওয়ার আগেই গ্রেপ্তার হন তিনি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও নায়কের অ্যারেস্টের পর সেটা আর হয়নি। নায়ক জেলে থাকায় নির্মাতা মাজহারুল এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নিতে পারেননি।

এদিকে ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুন আক্তার। ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন। ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের ‘৭১-এর মা জননী’ ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন, চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে। আমাকে তার চরিত্রেই রূপদান করতে হবে। জানতে চাইলেন, আমার আপত্তি আছে কি না? জানালাম, অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী। তখন বিরোধীদলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব। আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন, আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল। তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন, নিপুন হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে।

সিনেমাটি মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান হেলাল খান। তিনি বললেন, ‘ম্যাডাম অসুস্থ। এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।’

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team