সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ, জয়পুরহাটে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট জেলা শহরের একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার পুরো এলাকাজুড়ে এ ধারা জারি হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর এই আইন জারি করেন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেক পক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমানের লোকজনদের বাদ রেখেছেন বলে অভিযোগ ওঠে। এ কারণে মতিয়র রহমানের পক্ষ তাদের অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। তারা অপরপক্ষের বিরুদ্ধে ২৯ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ করেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় মশাল মিছিল করেন এবং ৩১ অক্টোবর দুপুরে শহরের সড়কে মিছিল করেন। এছাড়া শুক্রবার পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দেন তারা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন ডেকেছে। এ অধিবেশন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জন-সাধারণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা আছে। ফলে সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, ১৪৪ ধারা জারি হওয়ায় কোনো কর্মসূচি করার সুযোগ নেই। তাই আমরা আগামীকাল কোনো কর্মসূচি করব না।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM