মঙ্গলবার | ২৭ মে, ২০২৫ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল।

তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্তই। যদিও প্রোটিয়া সিরিজের সময় গণমাধ্যমে খবর প্রকাশ হয় অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত। তবে শেষ পর্যন্ত আফগান সিরিজে তাকে দলপতি রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন পেসার নাহিদ হাসান। এছাড়া আফগান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ও স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM