সোমবার | ৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২

আওয়ামী লীগ জনগণের ভোটের ওপর বিশ্বাস করতো না : জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটের ওপর বিশ্বাস করতো না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই দেশের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। ব্যাংক লুট করেছে। শেখ পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করে কানাডায় বেগমপাড়া বানিয়েছে। দেশের অর্থনীতিকে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা ধ্বংস করে দিয়েছে।’

আজ শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের শিশু একাডেমি মিলনায়তনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করতে শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছিল। গণআন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ১৯৭১ সালে শেখ মুজিব যেভাবে ইয়াহিয়ার সাথে আঁতাত করে দেশ ছেড়ে পাকিস্তানে গিয়েছিল, সেইভাবে শেখ হাসিনা ডলার ভর্তি ব্যাগ নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করেছিল।’

জয়নুল আবদিন বলেন, ‘বিএনপির দুর্দিনের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিগত ১৬ বছর হামলা-মামলা মাথায় নিয়ে আপনারা রাজপথে ছিলেন। আমার ওপর কয়েকবার হামলা হয়েছে। আমাকে ৮ বছর কারাগারে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। তাই, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন করতে হলে সকল আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।’

সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মসিউর রহমানের সহধর্মিণী মাহবুবা রহমান শিখা, ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. ইব্রাহীম রহমান বাবু প্রমুখ।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM