বৃহস্পতিবার | ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। সাফ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা ইতোমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

saff_bangladesh_women

সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।’

সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জেতায় নারী দলকে বড় অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM