শুক্রবার | ২৩ মে, ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২

আমোরিমকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক: এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ কে হবেন তা নিয়ে ক্লাব ফুটবলপ্রেমীদের মাঝে নানা জল্পনা-কল্পনা ছিল। গুঞ্জণ ছিল রুবেন আমোরিমকে দায়িত্ব দেয়া হতে পারে। অবশেষে সেই গুঞ্জণই সত্য হয়েছে। স্পোর্টিং লিসবনের প্রধান কোচ হিসেবে কাজ করা আমোরিমকেই রেড ডেভিলদের কোচ করা হয়েছে।

গতকাল দেয়া এক বিবৃতিতে ম্যানইউ জানিয়েছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ।’ ৩ বছরের চুক্তিতে ম্যানইউয়ের প্রধান কোচ হয়েছেন আমোরিম। ইউরোপের খ্যাতনামা ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত।

এদিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেও আমোরিম ম্যানইউয়ের দায়িত্ব নিবেন ১১ নভেম্বর থেকে। এর আগ পর্যন্ত রেড ডেভিলদের সামলাবেন রুড ফন নিস্টেলরয়। টেন হাগের সহকারী হিসেবে কাজ করা নিস্টেলরয় এখন ম্যানইউয়ের অন্তবর্তী কোচ হিসেবে কাজ করছেন।

নিস্টেলরয়ের অধীনেই কারাবাও কাপে লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ।

এদিকে স্পোর্টিং লিসবন থেকে আমোরিমকে প্রধান কোচ করতে পর্তুগীজ ক্লাবটিকে ১ কোটি ১০ লাখ ইউরো রিলিজ ক্লজ দিতে রাজি হয়েছে ম্যানইউ। আমোরিমের অধীনে গত ৪ বছরে পাচটি ট্রফি জিতেছে লিসবন।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM