বৃহস্পতিবার | ২৯ মে, ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হংকংয়ে চলমান ৬ ওভারের টুর্নামেন্ট ‘হংকং ক্রিকেট সিক্সেস’-এ গ্রুপপর্বের প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হোচট খায় টাইগাররা। তারপরও গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ আটে সংযুক্ত আরব আমিরাতকে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১১১ রান করে বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে ম্যাচ গড়ালে আমিরাতের সামনে লক্ষ্য ৩ ওভার ২ বলে দাঁড়ায় ৬২ রানের। তবে আমিরাত ৩ উইকেট হারিয়ে ৪৩ রানের বেশি করেতে পারেনি।
বাংলাদেশের জয়ে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখান মোহাম্মদ সাইফউদ্দিন। তিনে ব্যাট করতে নেমে ৯ বলে ৩৬ রান করেন তিনি। যার মধ্যে ১টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার। এছাড়া বল হাতে ১ ওভার ২ বল করে মাত্র ৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন তিনি।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়েই ৫৯ রান যোগ করেন জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ৩ ওভার ৫ বলে দুজনে এই রান যোগ করেন। এরপর আউট হন ১১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩১ রান করা মামুন। এরপর সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে দলের রান ১১১ পর্যন্ত নিয়ে যান জিশান। ১৭ বলে সমান ৩টি চার ও ছক্কায় ৩৪ রান করে অপরাজিত ছিলেন এই ওপেনার।
পরে বল করে প্রথম ওভারেই দুর্দান্ত বল করেন সাইফউদ্দিন। মাত্র ৬ রান দিয়েই তুলে নেন ২ উইকেট। দ্বিতীয় ওভারে আবু হায়দার রনি দেন মাত্র ৭ রান। তৃতীয় ওভারে আব্দুল্লাহ আল মামুন ২৮ রান দিলেও ১টি উইকেট শিকার করেন। চতুর্থ ওভারে ২ বল থেকে সাইফউদ্দিন মাত্র ২ রান দেন।
প্রসঙ্গত, হংকংয়ে ১২ দল নিয়ে চলছে ৬ ওভারের এই টুর্নামেন্টটি। ৩টি করে দল নিয়ে ৪টি পুলে ভাগ হয়ে খেলেছে দলগুলো। ‘ডি’ পুলে বাংলাদেশের সঙ্গী ওমান ও শ্রীলংকা। ৬ ওভারের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ৬ জন নিয়ে খেলছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM