রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

যে কারণে বিক্রি নিষিদ্ধ হলো পিক্সেলের ফোন

নিজস্ব প্রতিবেদক: আইফোন ১৬-এর পর গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় ফোন কোম্পানিটির এ পদক্ষেপ নিয়েছে দেশটি। মূলত এটা ইন্দোনেশিয়ার স্থানীয় উৎপাদনকে সমর্থন করাসহ প্রযুক্তি শিল্পে নিজস্ব ব্যবসায় সুরক্ষার পরিকল্পনার অংশ।
শুক্রবার (১ নভেম্বর) এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা গেছে, বিদেশি স্মার্টফোন কোম্পানিগুলো যেন স্থানীয় নিয়ম অনুসরণ করে, সে বিষয়টি নিশ্চিত করার ওপর আরও বেশি মনোযোগ দিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির শিল্প মন্ত্রণালয় ঘোষণা করেছে, গুগলের স্মার্টফোনগুলো তাদের দেশের বাজারে আর বিক্রি করা যাবে না, যতক্ষণ না গুগল ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী ৪০ শতাংশ স্থানীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে।
ইন্দোনেশিয়ার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় কনটেন্টের প্রয়োজনীয়তা ও সম্পর্কিত নীতিগুলো স্থানীয় শিল্পকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছে।
এদিকে গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। দেশটির শিল্প মন্ত্রণালয় থেকে আইফোনের ইএমইআই সার্টিফিকেট আটকে দেওয়া হয়। ফলে কেউ নতুন আইফোন ব্যবহার করতে পারবে না। কারো হাতে আইফোন ১৬ দেখা গেলে সেটা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM