আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইয়াজদ শহরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ২৮ পাকিস্তানি। আহত হয়েছে আরো ২৩ জন। পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়া তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস পাকিস্তান থেকে ইরাকের কারবালা যাচ্ছিলো।
মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে বাসটি ইরানের মধ্যাঞ্চলের ইয়াজদ শহরে পৌঁছালে এই দুর্ঘটনা হয়।
দুর্ঘটনার জন্যে বাস চালকের অমনোযোগিতা এবং বাসের ফিটনেসের অভাবকে দায়ী করেছে ইরান। হতাহতদের প্রতি শোক জানিয়ে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি। একইসাথে, আহতদের যথাযথ সহায়তা প্রদান করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াজদ শহরের দেহশির-তাফতান চেকপয়েন্টে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।