বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানতে হবে: জাকের পার্টি মহাসচিব

জেলা প্রতিনিধি, শরীয়তপুর: জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানতে হবে। যেভাবেই হোক সিন্ডিকেট প্রথা ভেঙে দিয়ে অতি মুনাফা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলেই রাজনৈতিক সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার এবং সামগ্রিকভাবে যে সংস্কার তা অর্থবহ হবে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনের মাঠে জেলা জাকের পার্টির আয়োজনে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিদের মতবিনিময় উপলক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় এসে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমাদের দেশে রাজনীতি এবং নির্বাচনী সাংস্কৃতি এমন একটা পর্যায়ে চলে এসেছে সাধারণ জনগণ ভেবেই নিয়েছে রাজনীতি হলো এমন মানুষের জন্য যারা মুখে এক কথা বলে, অন্তরে আরেকটা থাকেন। তারা ভুলেই গেছেন রাজনীতি পবিত্র মানুষের এবং রাজনীতি সৎ মানুষের হতে পারে। মানুষ ধরে নিয়েছে, রাজনীতি সেই করতে পারে যার পেশিশক্তির জোর আছে এবং যে অবাধে মানুষের কাছ থেকে লুটপাট করে নিতে পারে।
এসময় তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, মানুষের রাজনৈতিক যে ধারণা জন্মেছে সেই ধারণার অবসান ঘটাতে হবে। এই জায়গায় সংস্কার করতে হবে। রাজনীতি কখনোই স্বার্থসিদ্ধির হাতিয়ার হতে পারেনা, কখনোই দুই হাতে টাকা কামানোর হাতিয়ার হতে পারেনা। রাজনীতি কখনোই ইউনিয়ন উপজেলা কিংবা নিজ সংসদীয় আসনের মন্ত্রী হয়ে অন্যের উপর খবরদারি করা, তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ক্ষমতাশীল করা, তাদেরকে টাকা পয়সায় আঙুল ফুলে কলাগাছ বানিয়ে দেয়া হতে পারেনা।
শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি বাদল কাজীর সভাপতিত্বে এ আলোচনা সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM