জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনায় সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম করার পর দিন দুপুরে ফরমান হোসেন ও শিপন আলী নামে দুই বিএনপি নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী।
শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা রেল বাজারে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় জনতা ছাত্রলীগ কর্মী রাশেদকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ব্যবহৃত ধারালো একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। বিকাল ৩টার দিকে পুলিশ তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠিয়েছে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে দর্শনা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ফরমান আলি দর্শনা রেল বাজারের জনতা ব্যাংকের সামনে বসে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের সানিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী রাশেদ আহম্মেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।
এরপর বিএনপি নেতার সুপার ইটভাটায় গিয়ে ভাটা ম্যানেজার আহসান আলি শিপনকে মারপিট করে ও অফিসের চেয়ার অফিস ভাঙচুর ও টাকা লুট করে বলে অভিযোগ পাওয়া যায়।
পরে স্থানীয়রা রাশেদ আহম্মেদ তাড়িয়ে শোলমারি মাঠ থেকে ধরে এনে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর জানান, বিকাল ৩টার দিকে আসামি রাশেদের ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়। তার নামে দর্শনা থানায় মাদক চোরাচালানসহ প্রায় ৪টি মামলা রয়েছে। গত দুসপ্তাহ আগে রাশেদ একই গ্রামের সাবেক কাউন্সিলর আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই মামলার প্রধান আসামি রাশেদকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে।