বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: খোকন

জেলা প্রতিনিধি, নরসিংদী: বিএনপি জনগণের দল উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসও করে না। আগামীতে সুষ্ঠু ভোট হলে দেশের জনগণ বিএনপিকেই বেছে নিবে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ভবিষ্যতে কোন ফ্যাসিস্ট সরকার আর যেন না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যতদিন না ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ততদিন দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। অন্তর্বর্তী সরকারকে ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন নিশ্চিত করে দেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
নরসিংদী জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মুঞ্জুর এলাহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মোল্লা মিন্টু, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদেরসহ গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী ও মামলা হামলা ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM