স্পোর্টস ডেস্ক: হংকং ক্রিকেট সিক্সেসের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে পরাজিত হয়ে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলো টাইগারদের। বাংলাদেশের দেয়া টার্গেট ৩ উইকেট ও ১ বল হাতে রেখে জয় পায় লঙ্কানরা।
রোববার (৩ নভেম্বর) টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জিসান আলম ও আবদুল্লাহ আল মামুনের ঝড়ে প্রথম ১০ বলেই ৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মামুন (১৬) সামারাকুনের শিকারে পরিণত হওয়ার পর রান তোলার গতি কমে যায়। এরপর জিসান ১১ বলে ৩৬ রান করে বিদায় নেন। শেষ দিকে সাইফউদ্দিন ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকলেও যথেষ্ট রান সংগ্রহ করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। শ্রীলঙ্কার রত্নায়েকে ২ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন, সামারাকুন শিকার করেন ১ উইকেট।
বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ১৪ বলে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে আবু হায়দার রনি ধনাঞ্জয়াকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন। কিন্তু তারপরও লঙ্কানদের রানের গতি কমানো যায়নি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করে জয় নিশ্চিত করে। সান্দুন ভিরাক্কোদি ১৬ বলে ৭ চার ও ৩ ছয়ে অর্ধশতক পূর্ণ করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে জিসান আলম ১ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট নেন, আবু হায়দার ১ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
ম্যাচসেরা হন থারিন্দু রত্নায়েকে, যিনি ২ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এর আগে, পাকিস্তান অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে।
এমএফ