শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের হুমকি দেওয়া হলো টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে

বিনোদন ডেস্ক : আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। ঠিক তখন ধর্ষণের হুমকি দেওয়া হলো টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মিমিকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক নেটিজেন। বিষয়টি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।
গত ১৬ অগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেন। যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নির্যাতিতার বাবা-মা।
এদিকে মমতার ওই ঘোষণার সূত্র ধ্রেই সামাজিক মাধ্যমে মিমিকে ধর্ষণের হুমকি দেন ওই নেটাগরিক। তিনি লিখেছেন, “আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দিত নাকি? তা হলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।”
সঙ্গে ম্মতা ও মিমিকে অশ্লীল ভাষায় গালাগালও কর হয়েছে। বরাবরের মতো এখানেও স্পষ্টভাষী তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘‘এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা।’’
বেশ শক্তভাবে প্রতিবাদ করেছেন মিমি। তার কথায়, ‘‘আমি এরইমধ্যে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি। একজন নারীকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা। কথায় কথায় ধর্ষণের হুমকি! আমি এর শেষ দেখে আমি ছাড়ব।’’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team