শুক্রবার | ৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২

বিএনপির একদিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সার্বিকভাবে সফল করতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি র‌্যালি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্যরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM