সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

ইসরায়েলি বিমান হামলায় নিহত নিজামের বাড়িতে আহাজারি

নিজস্ব প্রতিবেদক: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে মারা যান তিনি।

শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। সে সময় প্রাণ হারান নিজাম।

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) কসবা উপজেলার খাড়েরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। নিজামের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, খাড়েরা গ্রামের আব্দুল কুদ্দুস ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট নিজাম উদ্দিন। অভাব-অনটনের সংসারে নুন আনতেই পান্তা ফুরাত। তাই অর্থনৈতিক সচ্ছলতা আনতে সাত লাখ টাকা ধার করে ১২ বছর আগে লেবাননে পাড়ি জমান নিজাম। তবে সেখানে গিয়ে নির্ধারিত কাজ না পাওয়ায় ভালো উপার্জন করতে পারত না তিনি। ১২ বছরের প্রবাস জীবনে পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে না পারলেও মায়ের থাকার জন্য একটি টিনের ঘর বানিয়েছিলেন। ঘর বানানোর ছয় মাস পরেই মারা যান মা আনোয়ারা বেগম।

নিজামের বড় বোন সায়েরা বেগম বলেন, বৈধ কাগজপত্র না থাকায় নিজাম দেশে ফিরতে পারেনি। পরিবারের সবাই বিয়ের কথা বলেলেও অর্থনৈতিক কারণে বারবারই এড়িয়ে গেছে সে। শনিবার লেবাননের বৈরুতে একটি হোটেলে ইসরাইলের বিমান হামলায় মারা গেছে নিজাম। রাতে তার বন্ধুর মাধ্যমে মৃত্যুর খবর আসে। দ্রুত নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার বলেন, ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। বৈরুতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM