নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক কলেজশিক্ষার্থীকে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কলেজ শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে তাকে সেনা হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে কাদিরদী ডিগ্রি কলেজ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা।
সরেজমিন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ (সা.) কে কটূক্তি করে একটি স্টোরি আপলোড করেন। এ খবর জানাজানি হলে কাদিরদী কলেজে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এমএফ