স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর থেকেই একটি ফ্র্যাঞ্জাইজির হয়ে খেলে আসছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ২০০৮ আইপিএল থেকে ২০২৪ আইপিএল পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে মাঠ মাতান তিনি। ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে কোহলিকে ধরে রেখেছে দলটি।
আসন্ন আইপিএলকে সামনে আগামী তিন মৌসুমের জন্য তাকে আবারও দলে রেখে দিয়েছে বেঙ্গালুরু। যদিও এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি কোহলির। তাই আইপিএল ক্যারিয়ারের ইতি টানার আগে অন্তত একবার বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিততে চান তিনি।
সম্প্রতি বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।’
এবার বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে কোহলিকে। নিজের আইপিএল ক্যারিয়ার নিয়ে এই ব্যাটার বলেন, ‘আইপিএলে অন্য কোনও দলে খেলব না। এখানেই অবসর নেব। তবে তার আগে আরও তিন বছর সময় আছে। এটাই আমাদের সুযোগ। যে দল আমাকে এক ভালবাসা দিয়েছে তাকে চ্যাম্পিয়ন করতে চাই।’
আরসিবির হয়েশিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।’
‘বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুব শিগগিরই এম চিন্নাস্বামীতে (বেঙ্গালুরুর ঘরের মাঠে) আপনাদের সঙ্গে দেখা হবে।’-যোগ করেন কোহলি।
এমএফ