বৃহস্পতিবার | ২৯ মে, ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

পাকিস্তানকে কাঁদিয়ে হংকং সুপার সিক্সের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: হংকংয়ে অনুষ্ঠিত হংকং সুপার সিক্সের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ হাসি হাসলো লঙ্কানরা
রোববার (৩ নভেম্বর) পাকিস্তানকে তিন উইকেটে হারিয়েছে শিরোপা জিতে শ্রীলঙ্কা। ৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক লিহুরু মধুসাঙ্কা। এই সিদ্ধান্তে সফলতাও পায় লঙ্কানরা। পাকিস্তানকে অল্প রানে আটকে রাখতে পারে শ্রীলঙ্কার বোলাররা। মোহাম্মদ আখলাকের ২০ বলে ৪৮ রানের পরও খুব বেশি দূর আগাতে পারেনি পাকিস্তান।
ইনিংসের শেষ ওভারে মধুশঙ্কার বলে ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন আখলাক। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আসে অধিনায়ক ফাহিম আশরাফের ব্যাট থেকে। চার বলে ১৩ রান করেন আফরাফ।
দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার লক্ষ্মাণ এবং থারিন্দু রথনায়েক দুটি করে উইকেট নেন। নিমেশ বিমুক্তি ও লিহুরু মধুশঙ্কা নেন একটি করে উইকেট।

আরএস 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM