রবিবার | ২৫ মে, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে গেল চেলসি

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ৫-২ ব্যবধানের জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু জয়ের ধারা বহমান রাখতে পারেনি রেড ডেভিলরা। পরের ম্যাচেই পয়েন্ট খোয়ালো তারা। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।

ম্যানইউর ঘরের মাঠ থেকে এক পয়েন্ট আদায় করে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে চেলসি। ১০ ম্যাচে ব্লুজদের পয়েন্ট ১৮। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে আছে ম্যানইউ।

৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। চেলসির গোলরক্ষক রবার্ট স্যানচেজ রাসমাস হজলুন্দের পা জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দারুণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি পর্তুগালের তারকা ফার্নান্দেজ।

ম্যানইউ লিড ধরে রাখতে পারে কেবল ৪ মিনিট। ৭৪ মিনিটে ময়েসেস কাইসিদোর গোলে ১-১ সমতায় ফেরে চেলসি। সফরকারী দলের কর্নার ক্লিয়ার করতে পারেননি ম্যানইউর ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসিমিরো। এই সুযোগ বল পেয়ে নিচু শটে গোল করেন কাইসিদো। বল ম্যানইউর গোলরক্ষক আন্দে ওনানার হাতে লাগলেও তিনি থামাতে পারেননি।

ম্যাচের পর ইকুয়েডরের ডিফেন্সিভ মিডফিল্ডার কাইসিদো বিবিসিকে বলেন, ‘গোল করার সুযোগ ছিল। আমি এটা করেছি। আমি খুব খুশি। আমরা জানতাম দীর্ঘ সময় অপেক্ষা করলে (সমতায় ফিরতে) এটা কঠিন হয়ে যেতো। আমি সমতা আনতে পেরে খুব খুশি।আমরা জয়ের যোগ্য ছিলাম। জানতাম এটা কঠিন খেলা হবে। কিন্তু প্রস্তুত ছিলাম। দলের জন্য খুবই খুশি। এটা একটা দারুণ লড়াই ছিল।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM