শনিবার | ৫ জুলাই, ২০২৫ | ২১ আষাঢ়, ১৪৩২

জনপ্রশাসন সংস্কারে এবি পার্টির ৯ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনে অরাজকতা নিরসন ও সংস্কারে ৯ দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। দলের নেতারা বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রশাসন প্রায় স্থবির হয়ে পড়েছে। পুরো প্রশাসন ব্যবস্থা নাগরিক সেবার পরিবর্তে দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে‌ছে, ফ‌লে জনগণ তার সঠিক সেবা পাচ্ছে না। বিসিএস ক্যাডারের মাধ্যমে জনপ্রশাসনে ঢোকার সঙ্গে সঙ্গে বেশির ভাগ ব্যক্তি নিজেকে জনগণের সেবক ভাবার পরিবর্তে জনগণের মালিক ম‌নে ক‌রে।

রোববার (৩ নবেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়। জনপ্রশাসন সংস্কারে দ‌লের পক্ষ যে ৯ প্রস্তাবনা তু‌লে ধরা হ‌য়ে‌ছে।

  • সরকারি চাকরিতে ক্যাডার ভিত্তিক নিয়োগ বাতিল করে জাতীয় পুল তৈরি
  • পুরাতন আমলের চাকরির নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি এবং ভাইভা গ্রহণের বদলে শারিরীক, মানসিক, মানবিক ও মেধার সৃষ্টিশীলতা যাচাই করার আধুনিক পদ্ধতি চালু আমলাদের প্রশিক্ষণে দুই বছর মেয়াদী কোর্স চালু
  • স্থানীয় ও কেন্দ্রীয় সরকারে নিয়োগের ক্ষেত্রে চাকরির যোগ্যতা ও শর্ত আলাদা করে উল্লেখ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেওয়া
  • পিএসসি ও জনপ্রশাসন কেন্দ্রীক নিয়োগের বদলে প্রতিটা মন্ত্রণালয়ের আলাদা বিশেষায়িত নিয়োগের ব্যবস্থা করা
  • ক্যাডার/নন-ক্যাডার ও আন্ত-ক্যাডার বৈষম্য দূরীকরণে মেধা, যোগ্যতা, নিষ্ঠা এবং বেতন-ভাতসহ সুবিধাদির বিষয়ে ইনসাফ ভিত্তিক সমাধান করা
  • পিএসসি’র বাইরেও ক্যারিয়ারের যে কোন পর্যায়ে আমলাতন্ত্রে যোগ দেওবার সুযোগ থাকতে হবে। প্রবাসী অসংখ্য যোগ্য ও দক্ষ লোকদেরকে কীভাবে জনগণের সেবায়
  • নিয়োজিত করা যেতে পারে, সেটার পথ উন্মুক্ত রাখা। সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের কোনো আইনি বাঁধা থাকলে সেটা দূর করা
  • জনগণের সেবা ও খেদমতকে কেন্দ্রে রেখে পুরো প্রশাসন যন্ত্রকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা
  • জনপ্রশাসন সংস্কার কমিটিকে ঢেলে সাজানো

মূল বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির আহ্ববায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম আহবায়ক লেফট্যানেন্ট কর্নেল (অবঃ) দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, এবি পার্টির সহকারী সদস্য সচিব সাঈদ নোমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির, উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন মাহমুদ, এবি যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM