নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনে অরাজকতা নিরসন ও সংস্কারে ৯ দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। দলের নেতারা বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রশাসন প্রায় স্থবির হয়ে পড়েছে। পুরো প্রশাসন ব্যবস্থা নাগরিক সেবার পরিবর্তে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, ফলে জনগণ তার সঠিক সেবা পাচ্ছে না। বিসিএস ক্যাডারের মাধ্যমে জনপ্রশাসনে ঢোকার সঙ্গে সঙ্গে বেশির ভাগ ব্যক্তি নিজেকে জনগণের সেবক ভাবার পরিবর্তে জনগণের মালিক মনে করে।
রোববার (৩ নবেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়। জনপ্রশাসন সংস্কারে দলের পক্ষ যে ৯ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
মূল বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির আহ্ববায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম আহবায়ক লেফট্যানেন্ট কর্নেল (অবঃ) দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, এবি পার্টির সহকারী সদস্য সচিব সাঈদ নোমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির, উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন মাহমুদ, এবি যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।