স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেয় কাতালারা। এমন দুর্দান্ত জয়ের পর এবার প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে বার্সা। এতে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো ইয়ামাল-রাফিনিয়ারা।
রোববার (৩ নভেম্বর) অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে স্পেনে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে দু’দল। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় গোলের দেখা পায় বার্সা। লামিনে ইয়ামালের ডিফেন্স চেড়া অসাধারণ এক পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন দানি ওলমো।
এরপর ম্যাচের ২৩ মিনিটে ফের গোলের দেখা পায় কাতালানরা। মাঝমাঠ থেকে বাড়ানো বল চিপ করে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচের ৩১ মিনিটে ফের গোলের দেখা পান ওলমো। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
এরই মাঝে দুইবার বল জালে জড়ায় এস্পানিওল। হ্যান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্সে অফসাইডের ফাঁদে পড়ে তারা। ম্যাচের ৬৩ মিনিটে জাভি পুয়াদোর গোলে ব্যবধান কমায় এস্পানিওল।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১২ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।